
নিউজ ডেস্ক: নাটোরের নলডাঙ্গায় ইফতার খাওয়া নিয়ে ২ পক্ষের মধ্য সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার (১৮জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার পূর্বসোনাপাতিল মহল্লায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে আহতরা হলেন- আজিজুল ইসলাম (২৮), সিরাজুল ইসলাম (৩০), আশরাফুল ইসলাম (২৪), নুর জাহান (৭০), সানজিদা (২২), খাদিজা (২৩), সায়েদ (৩৫), মনছুর রহমান (৫০), শামিম হোসেন (২৬), রাজু (১৬), সাবানা (৩২), রহিমা (৩৫) ও সুন্দরী বেগম (৩৬)।
নলডাঙ্গা থানার ওসি তদন্ত ওয়াজেদ আলী খান বলেন, ইফতার খাওয়া নিয়ে সন্ধ্যা ৭ টার সময় পৌর এলাকার পূর্ব সোনাপাতিল মহল্লার জামে মসজিদে খয়ের উদ্দিনের ছেলে নজরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মনছুর রহমানের ছেলে রাজুর কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং পর্যায়ে হাতা-হাতির ঘটনা ঘটে।
তারপ রাত সাড়ে আটটার দিকে ওই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। আহতদের মধ্যে ৮ জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় রাত ৯টা ৪৫ মিনিটে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলেছেন পুলিশ।