
নিউজ ডেস্কঃ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যা চেষ্টার আসামি গোলাম সাইফুল্লাহ ফাহিম ওরফে ফাইজুল্লাহর লাশ চাঁপাইনবাবগঞ্জে দাফন করা হয়েছে। আজ রবিবার (১৯ জুন) ভোর ৫টার দিকে পৌর এলাকার দ্বারিয়াপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাত ২টার দিকে তার লাশ চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়। দাফন অনুষ্ঠানে তার আত্মীয়-স্বজনরা অংশ নেয়।
এর পূর্বে গতকাল বিকেল ৪টার দিকে সদর থানায় লাশ নিতে যান নিহত ফাহিমের বাবা ও মা। এ সময় গণমাধ্যম কর্মীদের সাথে ফাহিমের পরিবারের সাথে কথা বলতে দেননি পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে সরকারি নাজিমউদ্দিন কলেজের ছাত্রী হোস্টেলের সামনে কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর নিজ ভাড়া বাসায় হামলা চালায় ৩ জন দুর্বৃত্ত। হামলা শেষে পালিয়ে যাবার সময় সময় গোলাম সাইফুল্লাহ ফাহিম (২০) নামে একজনকে আটক করে জনতা ।
গুরুতর অবস্থায় প্রভাষক রিপন চক্রবর্তীকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার রাতে পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে ফাহিমকে আদালতে হাজির করা হলে আদালত প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর শনিবার সকালে বন্দুকযুদ্ধে ফাহিম মারা যায়।