
কবির কানন : সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেছেন, ‘ ঘাতক চক্র, মুক্তিযুদ্ধের বিরোধী চক্র যদি ঐক্যবদ্ধ হতে পারে; তাহলে আমরা প্রগতিশীলরা কেন ঐক্যবদ্ধ হতে পারবা না? দেশকে রক্ষার জন্য আসুন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হই ।
শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ গুপ্তহত্যাসহ সকল হত্যাকান্ডের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন । সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ. পথ নাট্য পরিষদ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ।
মানববন্ধনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ বলেন , আমাদের সাংস্কৃতিককর্মীদের শক্তি সীমিত । হত্যাকান্ড প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা প্রয়োজন । তিনি বলেন সরকারের মধ্যে বেসরকারি লোকদের কর্তৃত্ব বৃদ্ধি রোধ করা একান্তই আবশ্যক।জনগণকে সাথে নিয়ে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে ।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন , পথ নাট্য পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ দিয়াজ, নাট্যজন ঝুনা চৌধুরী ,মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, গবেষক মফিদুল হক প্রমুখ ।