
নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দুর পাল্লার বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে আহত হয়েছে অন্তত ৫০ জন । আজ বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর শ্রীরামপুরে এ ঘটনাটি ঘটে । খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে সাকুরা পরিবহন নামের একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১১-৮৫ ৬৩) ঢাকায় ফেরার পথে ঢাকা আরিচা মহাসড়কের শ্রীরামপুরে পৌছলে প্রচন্ড বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় বাসটি উল্টে অন্তত বাসে থাকা নারী, শিশু সহ আহত হয় ৫০ জন ।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইর বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। দুরপাল্লার বাস খাদে পড়ে ৫০ জন আহত হওয়ার বিষয়টি নিশিচত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক। এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।