News71.com
 Bangladesh
 19 Jun 16, 02:21 AM
 407           
 0
 19 Jun 16, 02:21 AM

রাজধানির উত্তরা এলাকা থেকে বিপুল অস্ত্র উদ্ধার ।। আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত থাকতে পারে ধারনা পুলিশের....

রাজধানির উত্তরা এলাকা থেকে বিপুল অস্ত্র উদ্ধার ।। আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত থাকতে পারে ধারনা পুলিশের....

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার প্রসঙ্গে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা জানান, এই অস্ত্রগুলো আনার পেছনে আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত থাকতে পারে ।

গতকাল রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ৯৫টি সেভেন পয়েন্ট ৬২ পিস্তল ও ২টি নাইন এমএম। ম্যাগাজিনের মধ্যে ১৮৯টি সেভেন পয়েন্ট ৬২ পিস্তলের এবং বাকি ২৬৩টি এসএমজির লাইন মেশিনগান। উদ্ধার হওয়া গুলির মধ্যে ৮৪০টি নাইন এমএমের। বাকি ২২০টি সেভেন পয়েন্ট ৬২ পিস্তলের। অস্ত্র ও গুলিগুলো ৮টি কাপড়ের ব্যাগের মধ্যে ছিল ।

ঢাকা মেট্রপলিটন পুলিশের উপ কমিশনার বিধান ত্রিপুরা জানান, বেলা ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে কালো রঙের একটি পাজেরো গাড়িতে করে এসে কেউ এই ব্যাগগুলো খালে ফেলে যায়। পুলিশ নিজস্ব সোর্সের মাধ্যমে এটা জানতে পেরে অভিযান চালায়। গাড়িটির কোনো নম্বর প্লেট ছিল না। অস্ত্রগুলো সম্পর্কে বিধান ত্রিপুরা জানান, এগুলোর গায়ে উৎপাদনকারী দেশের নাম উল্লেখ নেই। তবে অস্ত্রগুলো নতুন। এখনো ব্যবহার করা হয়নি। তাঁর দাবি, সাঁড়াশি অভিযান ও পুলিশের নানামুখী তৎপরতার কারণে দুর্বৃত্তরা অস্ত্রগুলো ফেলে যেতে বাধ্য হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন