News71.com
 Bangladesh
 19 Jun 16, 01:22 AM
 422           
 0
 19 Jun 16, 01:22 AM

বিতর্কিত অধ্যক্ষ মো. বদরুদ্দোজা আবার ক্যাম্পাসে ফিরেছেন..

বিতর্কিত অধ্যক্ষ মো. বদরুদ্দোজা আবার ক্যাম্পাসে ফিরেছেন..

 

নিউজ ডেস্ক: ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ ওঠা কুষ্টিয়া সরকারি কলেজের সেই অধ্যক্ষ মো. বদরুদ্দোজা আবার কলেজ ক্যাম্পাসে ফিরেছেন। শনিবার কলেজ ছাত্রলীগ (কমিটি বিলুপ্ত) নেতাকর্মীরা অধ্যক্ষকে ক্যাম্পাসে বরণ করে নেন। আজ দুপুরে কলেজ ক্যাম্পাস চত্বরে অবস্থিত অধ্যক্ষের সরকারি বাসভবন থেকে ছাত্রলীগের একটি সংবর্ধনা মিছিলসহ অধ্যক্ষ কলেজের কার্যালয়ে প্রবেশ করেন।


এ সময় ছাত্রলীগ অর্ধশতাধিক নেতাকর্মী অধ্যক্ষের সঙ্গে ছিলেন। এ সময় অধ্যক্ষ অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে অধ্যক্ষ আবারও ক্যাম্পাসে ফিরে আসার ঘটনায় অসন্তোষ হোস্টেলে থাকা ছাত্রী ও সাধারণ শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক হোস্টেলের দুজন ছাত্রী বলেন, এত কিছুর পরও যদি অধ্যক্ষ ক্যাম্পাসে আসে তাহলে দেশে বিচার বলে কিছু থাকে না।


প্রসঙ্গত, গত ৫ মে অধ্যক্ষ ওই কলেজের বদরুদ্দোজা ছাত্রী হোস্টেলের এক ছাত্রীকে বাসায় ডেকে এনে শ্লীলতাহানি করেন বলে ওই ছাত্রী অভিযোগ করেন। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতারা যোগ দিয়ে অধ্যক্ষের শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এমনকি অধ্যক্ষের বাসভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ ঘটনার পর বদরুদ্দোজা পুলিশ পাহারায় বাসভবন থেকে রাতে ঢাকায় চলে যান।


কিন্তু এ ঘটনায় ওই ছাত্রী থানায় কোনো অভিযোগ করেননি। তবে এই ঘটনার প্রতিবাদ জানায় কুষ্টিয়া শহরের বিভিন্ন সংগঠন ও ছাত্র সমাজ। অধ্যক্ষের বিচার দাবিতে কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন