News71.com
 Bangladesh
 19 Jun 16, 01:21 AM
 486           
 0
 19 Jun 16, 01:21 AM

মেহেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মেহেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলায় সাপের কামড়ে মনিরুল ইসলাম মনো (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধানখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম মনো ধানখোলা গ্রামের মাঠপাড়ার মৃত আব্দুল জলিল মন্ডলের ছেলে।

এ ব্যাপারে স্থানীয় যুবক এনামুল হক জানান, মনিরুল ইসলাম সারাদিন অন্যান্য কাজের ব্যস্ততার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরিচের জমি দেখতে গিয়েছিলেন। জমির আইলে হাটতে গেলে একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। এ সময় সে অসুস্থ হয়ে বাড়িতে পৌঁছে পরিবারের লোকজনকে জানালে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন