News71.com
 Bangladesh
 19 Jun 16, 01:18 AM
 399           
 0
 19 Jun 16, 01:18 AM

পূর্ব বিরোধের জেরে সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

পূর্ব বিরোধের জেরে সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আকাশ সেখ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। আজ সন্ধ্যার সময় শহরের স্টেডিয়ামের মেইনগেটে এ ঘটনাটি ঘটে। পুলিশ তাৎক্ষনিক ঘটনার সাথে জড়িত শুভ ও রনি নামে ২জনকে আটক করেছে। গুরুতর আহত অবস্থায় আকাশকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।


জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন জানান, আজ জেলা আওয়ামিলীগ আয়োজনে শহরের স্টেডিয়ামে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্বে মেইন গেটের সামনে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন সন্ত্রাসী ছাত্রলীগ নেতা আকাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে পুলিশ শুভ ও রনি নামে ২জনকে আটক করে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ জানান, ৪-৫টি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। আকাশের হাত ও পিঠে গুরুতর গুরুতর জখম হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন