News71.com
 Bangladesh
 18 Jun 16, 07:50 PM
 417           
 0
 18 Jun 16, 07:50 PM

সিরাজগঞ্জের পাঁচ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করল পুলিশ

সিরাজগঞ্জের পাঁচ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করল পুলিশ

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, প্যাথিড্রিন ও হেরোইন উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভীর রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত শহরের মাদকপল্লী খ্যাত মাহমুদপুর ও রেলওয়ে কলোনিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রেলওয়ে কলোনির বাবুর স্ত্রী রোকসানা (২৮), শাহীনের স্ত্রী নারগিস (৩০), মাহমুদপুরের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী চায়না (৫৫), মৃত ফরিদের স্ত্রী লিপি (২৫) ও একই এলাকার নুর হাই (৪৫)।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, পুলিশ সুপারের বিশেষ নির্দেশে রাত থেকে ভোর পর্যন্ত শহরের দুটি মাদকপল্লীতে অভিযান চালানো হয়। এ সময় ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ পুরিয়া হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা ও বিপুল প্যাথিড্রিনসহ ওই পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আট/১০টি করে মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন