
নিউজ ডেস্ক: আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডে নিম্ন আদালতের রায় পুনর্বহালের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টঙ্গী থানা ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে ওই সড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এর আগে মানববন্ধন করে এলাকাবাসী। অবরোধের সময় ওই সড়কে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এতে আওয়ামী লীগ নেতা কাজী ইলিয়াস. যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান কানন মোল্লা, মশিউর রহমান সরকার, রেজাউল করিম রাজিব, বিল্লাল হোসেন মোল্লা ও কাজী মঞ্জুর প্রমুখ উপস্থিত ছিলেন।