
নিউজ ডেস্ক: মেগা প্রকল্প হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে উপকূলীয় বাঁধ নির্মাণে বরাদ্দের দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোলা শহরের সদর রোডস্থ কে জাহান শপিং কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়। উপকূলীয় এনজিও জোটের পক্ষ থেকে কোস্ট ট্রাস্ট এ কর্মসূচির আয়োজন করে।
এনজিও সংস্থার কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কোস্ট ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী রাশিদা বেগম, মিজানুর রহমান, সোহেল মাহমুদ, আঙ্গীনা মহিলা সমিতির নির্বাহী পরিচালক বিলকিছ জাহান মুনমুন প্রমুখ।
বক্তারা বলেন, রোয়ানু ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের জন্য বিশেষ সুরক্ষা সেবা চালু করুন। মেগা প্রকল্প হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে উপকূলীয় বাঁধ নির্মাণে বরাদ্দ চাই।