
নিউজ ডেস্ক: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু, শিক্ষাবিদ, হিন্দু সেবায়েত, শিয়া চিকিৎসক, খ্রিস্টান দোকানিসহ সকল গুপ্তহত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটি।
খেলাঘর নেতারা অবিলম্বে ঘাতকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সারাদেশে গুপ্তহত্যার নিন্দা জানিয়ে খেলাঘর নেতারা বলেন, গুপ্তহত্যাকারীরা দেশ ও মানবতার শত্রু। দেশে যেসব গুপ্তহত্যা হচ্ছে তা সবই পরিকল্পিত। গুপ্তহত্যার পরিকল্পনাকারীসহ এসব নরপিশাচদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। দেশের এ কঠিন মুহূর্তে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভক্তি না টেনে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করতে হবে।