News71.com
 Bangladesh
 18 Jun 16, 07:31 PM
 515           
 0
 18 Jun 16, 07:31 PM

গৌরনদী উপজেলায় নির্যাতিত গৃহবধূকে মামলা প্রত্যাহারের হুমকি.....

গৌরনদী উপজেলায় নির্যাতিত গৃহবধূকে মামলা প্রত্যাহারের হুমকি.....

নিউজ ডেস্ক: কু- প্রস্তাবে রাজি না হওয়ায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ মিতু বেগমকে আসামির লোকজন হাসপাতাল ত্যাগ করার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলা হাসপাতালে এ ঘটনাটি ঘটে।

শয্যাশয়ী গৃহবধূ মিতু বেগম অভিযোগ করেন, গ্রেপ্তারকৃত বখাটে আলামিন হাওলাদারের মা সুফিয়া বেগম আজ শনিবার দুপুরে হাসপাতালে এসে মামলা প্রত্যাহারের জন্য তাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতিসহ হাসপাতাল ত্যাগ করার হুমকি প্রদর্শন করেন। সূত্র মতে, উপজেলার বংকুরা গ্রামের মহিউদ্দিন মোল্লার স্ত্রী মিতু বেগমকে (২৬) দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো একই গ্রামের মৃত আলেপ বেপারীর পুত্র নুরজামাল ও মৃত হামেদ হাওলাদারের পুত্র আলামিন। বখাটেদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে।

এ ঘটনায় দেড়মাস পূর্বে গৃহবধূ মিতু বেগম বাদী হয়ে বখাটে নুরজামাল ও আলামিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা মামলা উত্তোলনের জন্য মিতু বেগমকে বিভিন্ন ধরনের চাঁপ প্রয়োগ করে। এ ঘটনার জের ধরে গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ওই দুই বখাটে ঘরের জানালা ভেঙ্গে প্রবেশ করে জোরপূর্বক মিতু বেগমের মুখ, হাত ও পা বেঁধে ধর্ষণের চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে প্রতিবেশীরা মুর্মুর্ষ অবস্থায় মিতু বেগমকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আলামিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। অপর বখাটে নুরজামাল আত্মগোপন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন