News71.com
 Bangladesh
 18 Jun 16, 07:30 PM
 426           
 0
 18 Jun 16, 07:30 PM

ভাল কলেজে ভর্তি'র হতে না পারায় আত্মহত্যা করল সিরাজগঞ্জের এক শিক্ষার্থীর.....

ভাল কলেজে ভর্তি'র হতে না পারায় আত্মহত্যা করল সিরাজগঞ্জের এক শিক্ষার্থীর.....

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দে এসএসসি পাশের পর ভালো কোনো কলেজে ভর্তির সুযোগ না হওয়ায় আত্মহত্যা করেছে সদ্য এসএসসি পাশ করা এক শিক্ষার্থী। তার নাম এনামুল হক আকন্দ (১৬)। সে উপজেলার বড়কুড়া গ্রামের সাইদুল হক আকন্দের ছেলে।

কামারখন্দ থানার এসআই রফিকুল ইসলাম জানান, গত এসএসসি পরীক্ষার ফল অনুয়ায়ী ২ এর কিছু বেশি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয় এনামুল। এই ফল নিয়ে কোনো ভালো কলেজে ভর্তির সুযোগ পায়নি সে। এ কারণে তার মনের ভেতরে লজ্জা ও ক্ষোভ বিরাজ করে। একপর্যায়ে শুক্রবার রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যায় সে। রাত ৩টার দিকে সেহরি খাওয়ার সময় পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরোতহাল রিপোর্টের পর তা পরিবারের কাছে হস্তান্তর করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন