News71.com
 Bangladesh
 20 Nov 20, 08:30 PM
 790           
 0
 20 Nov 20, 08:30 PM

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি যাওয়া পিতলের মূর্তি উদ্ধার।।

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি যাওয়া পিতলের মূর্তি উদ্ধার।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাচীন মন্দিরে চুরির যাওয়া পিতলের তৈরি মূর্তিসহ মূল্যবান মালামাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ১৯ নভেম্বর রাতে চোরের দল মন্দিরের তালা ভেঙে প্রাচীণ ওই মন্দির থেকে গণেশ মূর্তিসহ ৮টি পিতলের মূর্তি চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় নবীনগর থানায় একটি চুরির মামলা করা হয়। পরে এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে জেলার নবীনগরের মৃত আব্দুল মান্নানের ছেলে কাজল (২৩) নামের এক আসামির দেওয়া তথ্য মতে প্রতিমা গুলো মালামালসহ উদ্ধার করা হয়।ঘটনা সম্পর্কে উপজেলার লাউর ফতেপুর কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানিক চক্রবর্তী জানান, ভোরে বাড়িতে থাকা ২শ’ বছরের প্রাচীন ওই মন্দিরের দুটি দরজা খোলা দেখতে পায় বাড়ির লোকজন। পরে মন্দিরে প্রবেশ করে দেখা যায়, মন্দিরের গণেশ মূর্তি, নারায়ণ মূর্তি ও শিলা সহ ৮টি পিতলের বিগ্রহ এবং মন্দিরের আনুষঙ্গিক অন্যান্য জিনিসপত্র মন্দির থেকে উধাও।উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে 'ঠাকুর বাড়ি' খ্যাত স্কুল শিক্ষক মানিক চক্রবর্তীর বাড়ির মন্দিরে বৃহস্পতিবার মধ্যরাতে চুরি হয়। চোরের দল মন্দিরের তালা ভেঙে প্রাচীন ওই মন্দির থেকে গণেশ মূর্তিসহ ৮টি পিতলের মূর্তি চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন