News71.com
 Bangladesh
 18 Jun 16, 01:26 PM
 487           
 0
 18 Jun 16, 01:26 PM

সংকট নিরসনে রেলে জনবল নিয়োগ চলছে ।। রেলমন্ত্রী মো.মুজিবুল হক

সংকট নিরসনে রেলে জনবল নিয়োগ চলছে ।। রেলমন্ত্রী মো.মুজিবুল হক

নিউজ ডেস্ক: রেলওয়ের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ ও বিদ্যমান সংকট দূরীকরণের লক্ষ্যে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক । আজ জাতীয় সংসদে চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম, আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয় ।

তিনি বলেন, ১৯৮৫ থেকে ১৯৯৫ পর্যন্ত সময় কালে পরিকল্পিত ও নিয়মিত নিয়োগ বন্ধ ছিল। তৎকালীন সরকারি নির্দেশে ১৯৯২ সালে ১০ হাজার ৯৩ জন দক্ষ কর্মকর্তা-কর্মচারকেী গোল্ডেন হ্যান্ডশেক এর আওতায় স্বেচ্ছায় অবসর প্রদান করায় রেলওয়ের সর্বস্তরে জনবল সংকট সৃষ্টি হয় ।

তার ফলে ট্রেনের দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়ে। বর্তমানে বেশ কিছু সংখ্যক পদে জনবল নিয়োগ করায় ট্রেনের সময়ানুবর্তিতা প্রায় স্বাভাবিক পর্যায়ে এসেছে বলে জানান রেলপথমন্ত্রী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন