
নিউজ ডেস্কঃ জঙ্গি দমনের নামে সাঁড়াশি অভিযানে নিজ দলসহ বিরোধী নেতাকর্মী ও নিরীহ মানুষকে ‘গণগ্রেফতারের প্রতিবাদে শনিবার রাজধানীতে ডাকা কর্মসূচি বাতিল করেছে বিএনপি। তবে সারাদেশে বিক্ষোভের কর্মসূচি বহাল রেখেছে বিনপি। কাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ঢাকা মহানগর বিএনপি’র উদ্যোগে একই কর্মসূচি শনিবার করার কথা থাকলেও তার পরিবর্তে আগামী সোমবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রিজভী সারাদেশে বিক্ষোভ এবং ঢাকা মহানগর বিএনপির উদ্যেগে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন।