News71.com
 Bangladesh
 18 Jun 16, 12:27 PM
 537           
 0
 18 Jun 16, 12:27 PM

সাতক্ষীরায় জেএমবি সদস্যসহ আটক ৩৭

সাতক্ষীরায় জেএমবি সদস্যসহ আটক ৩৭

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় চলমান অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্য এবং জামায়াত-শিবিরের সাত কর্মীসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক জেএমবি সদস্য মনোয়ার হোসেন উজ্বল জেলা শহরের ইটাগাছা এলাকার মনির উদ্দীনের ছেলে। তিনি ২০০৫ সালে জেএমবি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। পুলিশ বলেন, আটকদের নামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় ৬জন, তালায় ৪জন, কালিগঞ্জে ৫জন, শ্যামনগরে ২জন, আশাশুনিতে ৫জন, দেবহাটায় ৩ জন ও পাটকেলঘাটায় ২জনকে আটক করা হয়েছে। নয় দিনে সাতক্ষীরা জেলায় পুলিশের অভিযানে মোট ৪১৮ জনকে আটক করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন