
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ বলেন, বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের ২ জনসহ পরোয়ানাভুক্ত ১২৪ ও নিয়মিত মামলার ২৭ আসামিসহ মোট ২৬০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কালে লোহাগাড়া থেকে ২০ লিটার চোলাই মদ, ১ হাজার ৮৩ পিস ইয়াবা, ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।