News71.com
 Bangladesh
 18 Jun 16, 12:02 PM
 483           
 0
 18 Jun 16, 12:02 PM

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত এক

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত এক

নিউজ ডেস্ক: রাজধানীর ফার্মগেট ওভারব্রীজের নিচে ট্রাস্ট পরিবহনের একটি বাসের ধাক্কায় নির্মল কুমার দাস নামের (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখিল কুমার অবসর জীবনে ছিলেন। এর আগে তিনি পোষাক কারখানায় চাকরি করতেন। নির্মল কুমারকে আহত অবস্থায় প্রথমে ওই এলাকার আলরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলার আরোয়াডাঙ্গী গ্রামে। তার মেয়ে তৃষা দাস জানান, আমরা ফার্মগেট এলাকার মোস্তফা ১১৫/৩ নম্বর বাসায় ভাড়া থাকি। সন্ধ্যার সময় বাবা চা খাওয়ার কথা বলে বের হয়েছিলেন। কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর পাই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন