News71.com
 Bangladesh
 18 Jun 16, 12:01 PM
 1252           
 0
 18 Jun 16, 12:01 PM

এবার বিআরটিএ ছাড়াই রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল খুব সহজেই স্পট নিবন্ধন করা যাবে।।

এবার বিআরটিএ ছাড়াই রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল খুব সহজেই স্পট নিবন্ধন করা যাবে।।

নিউজ ডেস্কঃ নিবন্ধনের জন্য আর সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধন কার্যালয়ে ভোগান্তির শিকার হতে হবে না বা দালালের খপ্পরেও পড়তে হবে না। মোটরসাইকেল নিবন্ধন পদ্ধতিটিকে আরো সহজ করতে গ্রাহকের কাছেই আসছে বিআরটিএ।

চালু হচ্ছে স্পট নিবন্ধন। আগামী ২৩ জুন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে করা যাবে নিবন্ধন। গতকাল শুক্রবার বিআরটিএ’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্পট নিবন্ধন করতে চাইলে মোটরসাইকেল সহ মোটরসাইকেল ক্রয়ের সকল কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।

ব্যক্তিগত মোটরসাইকেল না হলে প্রতিষ্ঠানের প্যাডে মালিকানার সদন আনতে হবে। টাকা জমা দেয়া যাবে নিকটস্থ ব্যাংকের শাখায় কিংবা বুথে। ১২৫ সিসি'র বেশি মোটরসাইকেল নিবন্ধনের জন্য লাগবে ১২ হাজার ৭৩ টাকা আর ১০০ সিসি পর্যন্ত লাগবে ৯ হাজার ৭৩ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন