
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে নাশকতাসহ একাধিক মামলার আসামি শিবিরের সেক্রেটারিকে গ্রেফতার করেছেন পুলিশ। তার নাম মো. ইব্রাহিম (২৮)। আজ শনিবার ভোর রাতে উপজেলার চর আবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই এলাকার মুকবুল হোসেনের ছেলে ও ১নং চর আবাবিল ইউনিয়নের শিবিরের সেক্রেটারি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শিবির নেতা ইব্রাহিমের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তাকে আদালতের প্রেরণ করা হয়েছে।