
নিউজ ডেস্কঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, 'ঢাকায় কর্মরত ৪০ ভাগ কর্মকর্তা-কর্মচারীর জন্য সরকারি আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। তিন বছরের মধ্যে এ সুবিধা গড়ে তোলা হবে বলেছেন তিনি। বর্তমানে মাত্র ৮ ভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী সরকারি আবাসনের সুবিধা পান।'
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। আগারগাঁও, আজিমপুর ও মতিঝিলে নির্মাণাধীন ভবনসমূহ পরিদর্শন করেন তিনি।
মুন্ত্রী আরও বলেন, 'বিভিন্ন কোয়ার্টার্সের বর্তমান পুরাতন ভবনগুলো ভেঙ্গে সুউচ্চ বহুতল ভবন নির্মাণ করা হবে। এরফলে কম জমিতে অধিক সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর আবাসিক সুবিধা গড়ে তোলা যাবে। দেশে জমির পরিমাণ কম। তাই সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ করে জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।'
কাজের অগ্রগতি এবং গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন মুন্ত্রী। এসময়ে তিনি নির্মাণাধীন প্রতিটি ভবনে পৃথক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন এবং সীমানা প্রাচীরের অভ্যন্তর ঘেঁষে পায়ে হাঁটার পথ নির্মাণের নির্দেশ দেন। একইসাথে কোয়ার্টার্সের অভ্যন্তরের খালি জায়গার সুষ্ঠু ব্যবস্থাপনার (ল্যান্ডস্কেপ) মাধ্যমে বাসযোগ্য পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশ দেন।
এ সময়ে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরিফ উর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এইসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগারগাঁও এলাকায় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫ তলার ৮টি ভবন নির্মাণ করা হচ্ছে। এখানে মোট ৪৪৮ জন কর্মকর্তা কর্মচারী বসবাস করতে পারবে। এজন্য ব্যয়ের পরিমান ধরা হয়েছে ২১৮ কোটি টাকা। এ বছরের ডিসেম্বরের মধ্যে এসব ভবনে কর্মকর্তা-কর্মচারীরা উঠতে পারবে। আজিমপুরে ২৪৮ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ছয়টি ২০তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনে মোট ৪৫৬ জন কর্মকর্তা-কর্মচারীর আবাসনের ব্যবস্থা হবে। মতিঝিলে চারটি ২০ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনে ৫৩২ জন কর্মকর্তা-কর্মচারী বসবাস করতে পারবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১২ কোটি টাকা। ২০১৮ সালের মধ্যে এসব ভবনের নির্মাণ কাজ শেষ হবে।