News71.com
 Bangladesh
 18 Jun 16, 02:14 AM
 483           
 0
 18 Jun 16, 02:14 AM

বাংলাদেশে গুপ্তহত্যাকারীদের গ্রেপ্তারে সবধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে ।। আইনমন্ত্রী

বাংলাদেশে গুপ্তহত্যাকারীদের গ্রেপ্তারে সবধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে ।। আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশের প্রচলিত আইনের আওতায় গুপ্তহত্যাকারীদের দ্রুত বিচার করা হবে। আজ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নাছরিন নবী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

আইনমন্ত্রী বলেন, গুপ্তহত্যার ব্যাপারে আইন-শৃঙ্খলাবাহিনী খুবই তৎপর। তাদের শনাক্তকরণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আজ খবরের কাগজেও প্রকাশ করেছে যে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ধরা পড়েছে। গুপ্তহত্যাকারীদের গ্রেপ্তারে সবধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে। আনিসুল হক আরও বলেন, প্রতিটি গুপ্তহত্যা মামলার তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যেই প্রচলিত আইনে বিচার করা হবে ।

আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফার সভাপতিত্বে ইফতার মাহফিলে ব্রাক্ষণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, নবীনগর সার্কেল এএসপি আলাউদ্দিন, আখাউড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাঈনউদ্দিন ইকবাল, আখাউড়া উপজেলা আওয়ামিলীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন