
নিউজ ডেস্কঃ ব্রিটিশ লেবার পার্টির এমপি জো কক্স খুন হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেছেন, বাটলি ও স্পিন থেকে নির্বাচিত লেবার পার্টির তরুণ ও প্রতিশ্রুতিশীল এমপি জো কক্সের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত ।
গতকাল ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে গুলি করে ও ছুরি মেরে হত্যা করা হয় ৪১ বছর বয়সী জো কক্সকে, যিনি এমপি হওয়ার আগে দীর্ঘ সময় বিভিন্ন দাতব্য সংস্থার হয়ে কাজ করেছেন। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষেও সোচ্চার ছিলেন তিনি। শেখ হাসিনা শোক বার্তায় বলেন, তার মৃত্যুতে ব্রিটেন ১জন অগ্রসর রাজনৈতিক সংগ্রামীকে হারাল, যিনি অনগ্রসর এবং প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন, নির্বাক ও অধিকারবঞ্চিতদের জন্য তার সমবেদনা অনেকের হৃদয় জয় করেছিল ।
বিশ্ব শান্তি ও সম্প্রীতিতে ‘নিঃস্বার্থ অঙ্গীকারের জন্য’ জো কক্স স্মরণীয় হয়ে থাকবেন বলেও প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এই বেদনাবিধুর মুহূর্তে শোক-সন্তপ্ত পরিবার এবং যুক্তরাজ্য ও নর্দার্ন আয়ারল্যান্ডের বন্ধু-প্রতীম জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি ও প্রার্থনা করছি ।