News71.com
 Bangladesh
 17 Jun 16, 10:56 PM
 532           
 0
 17 Jun 16, 10:56 PM

খুন-ধর্ষণ-জঙ্গিবাদবিরোধী গণআন্দোলন ঘোষণা

খুন-ধর্ষণ-জঙ্গিবাদবিরোধী গণআন্দোলন ঘোষণা

কবির কানন: সাম্প্রতিক সময়ে সংঘটিত খুন-ধর্ষণ-হত্যার প্রতিবাদে জঙ্গিবাদবিরোধী গণআন্দোলনের ঘোষণা করা হয়েছে । শুক্রবার বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশ থেকে এই গণআন্দোলনের ঘোষণা দেয়া হয় । লেখক-শিল্পী-শিক্ষক-শিক্ষার্থী-পেশাজীবী-সাংস্কৃতিক কর্মীর ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয় ।

গণআন্দোলনের অংশ হিসেবে রয়েছে: ২০-২৫ জুন ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, ১১- ২১ জুলাই আক্রান্ত জেলাসমূহে সমাবেশ, ২৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা এবং ২৯ জুলাই শাহবাগে সমাবেশ ।

সমাবেশ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয় । এগুলোর মধ্যে সকল জঙ্গি হামলার সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা, ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের উপর সাম্প্রদায়িক আক্রমণ ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, তনু ধর্ষণ ও হত্যাসহ সকল ধর্ষণ হত্যার বিচারের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা উল্লেখযোগ্য ।


গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জীবনানন্দ জয়ন্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি কামাল লোহানী, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রধান মাহফুজা খানম , ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, শ্রাবণ প্রকাশনীর সত্ত্বাধীকারী রবিন আহসান, ভাস্কর রাশা প্রমুখ ।


মুজাহিদুল ইসলাম সেলিম বলেন , আমাদের অর্জন ছিনতাই হওয়ার সময় চুপচাপ বসে থাকার কোনো সুযোগ নেই । গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে , জঙ্গিবাদ প্রতিরোধ করতে যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেন, তাদেরকে রাস্তায় নামতে হবে । বাংলাদেশে ঘাতকের কোনো ঠাঁই নেই ।

কামাল লোহানী বলেন, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে ।সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু হত্যাকান্ডগুলো এই ষড়যন্ত্রেরই ফল । সরকারকে কঠোর হস্তে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে ।

সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি হয়ে পুনরায় শাহবাগে এসে শেষ হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন