News71.com
 Bangladesh
 17 Jun 16, 10:51 PM
 461           
 0
 17 Jun 16, 10:51 PM

ফরিদপুরের বোয়ালমারীতে এক মুক্তিযোদ্ধা খুন

ফরিদপুরের বোয়ালমারীতে এক মুক্তিযোদ্ধা খুন

নিউজ ডেস্ক:ফরিদপুরের বোয়ালমারীতে রাজা মৃধা (৬৬) নামে এক মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য খুন হয়েছেন। জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ময়না ইউনিয়নের কেয়াগ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের ভাই সাবেক সেনা সদস্য আবুল বাশার আহত হন। আবুল বাশারকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে।


খবর পেয়ে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত রাজা মৃধার প্রতিবেশী সিরাজুল ইসলামের স্ত্রী রেবেকা বেগমকে (৫৩) আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজা মৃধার সঙ্গে প্রতিবেশী সিরাজুল ইসলামের জমির মাইলকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।


শুক্রবার ইফতারের আগে রাজা মৃধা ওই জমির একটি গাছ থেকে কাঁঠাল কাটেন। এ নিয়ে রেবেকা বেগমের সঙ্গে কথাকাটাকাটি হয় তাঁর। একপর্যায়ে রেবেকা বেগম ঘর থেকে ধারালো অস্ত্র এনে রাজাকে কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তাঁকে রক্ষা করতে আবুল বাশার ছুটে এলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার এসআই শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রেবেকা বেগমকে আটক করেছে। এ ব্যাপার মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন