News71.com
 Bangladesh
 17 Jun 16, 08:15 PM
 625           
 0
 17 Jun 16, 08:15 PM

এখন জাসদ ঘাটাঘাটির সময় না: ওবায়দুল কাদের

এখন জাসদ ঘাটাঘাটির সময় না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: জাসদ সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্যকে ব্যক্তিগত আখ্যা দিয়ে ১৪ দলীয় জোটকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার নন্দনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্মিত ফুটওভারব্রিজের উদ্বোধন শেষে এ আহ্বান জানান মুন্ত্রী।

সেতু মুন্ত্রী বলেন, এখন এসব ঘাটাঘাটির সময় নয়। জাসদ সম্পর্কে সৈয়দ আশরাফের বক্তব্য ব্যক্তিগত, এটি সরকার বা আওয়ামী লীগের বক্তব্য নয়।

এছাড়া তিনি আরো বলেন, বর্তমানে বড় বিপদ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। বিভেদ-বিভাজন না করে সবাইকে এক হয়ে সামপ্রদায়িকতা মোকাবেলায় কাজ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন