
নিউজ ডেস্ক: মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীর উপর হামলার ঘটনায় ৬ জনকে আসামি করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ মামলাটি করেন। এতে ৬ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে আটক এক আসামি থানার হাজতে রয়েছে। পুলিশ বলেন, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে কয়েকটি টিম কাজ করছে।মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোরশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার বিকালে ওই কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ভাড়া বাসায় তিন দুর্বৃত্ত দরজার কড়া নেড়ে তাকে ডাকতে থাকে। দরজা খোলার পরপরই দুর্বৃত্তরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তাৎক্ষনিক সময় রিপনের চিৎকারে হামলাকারীদের মধ্যে দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। একজনকে জনতা ধরে ফেলে। পরে তারা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। রিপন চক্রবর্তী উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।