
নিউজ ডেস্কঃ পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আওয়ামিলীগ কর্মী সামাদ হত্যা মামলার আসামি লিটন নামে এক যুবককে একটি ওয়ান শুটারগানসহ আটক করেছে পুলিশ। আজ বেলা ১ টার সময় তাকে আটক করে পুলিশ। আটকৃত লিটন একই থানার ইসমাইল হোসেনের ছেলে ।
পোর্ট থানার উপপরিদর্শক মো.মতিউর রহমান জানান, বেনাপোলের আলোচিত সামাদ হত্যা মামলার অন্যতম আসামি লিটনকে আটক করা হয়েছে। সে কাগজপুকুর গ্রামের সামাদ হত্যার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। মামলা নম্বার ২৯ ।