
নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৫৬ হাজার ৩১৮টি মাল্টিপল ভারতীয় ভিসা ইস্যু করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেন, প্রত্যেককে ১ বছরের জন্য এই ভিসা দেওয়া হবে। আজ সন্ধ্যায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সে ঈদ ভিসা ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান ।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ঈদ ভিসা ক্যাম্প ভারত-বাংলাদেশের মধ্যে চলমান সম্পর্ককে আরও জোরদার করবে। এর মাধ্যমে ২ দেশের মানুষের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আরও বাড়বে। হাইকমিশনার বলেন, এই ভিসা ক্যাম্পের মাধ্যমে আরও বৃহৎ সংখ্যক লোক ভারতে ভ্রমণের সুযোগ পাবেন। এই ক্যাম্প ছিল সম্পূর্ণ ঝামেলাহীন। এখানে সহজেই যে কেউ এসে ই-টোকেন ছাড়াই তাদের আবেদন জমা দিতে পেরেছেন। আগামীতে ঢাকার বাইরে খুলনা ও অন্যান্য বিভাগীয় শহরেও ভারতীয় ভিসা ক্যাম্প করার চিন্তাভাবনা রয়েছে বলেও জানান তিনি ।
হাইকমিশন সূত্রে জানা যায়, প্রায় ৬০ হাজার আবেদনকারী ভারতীয় ভিসার জন্য আবেদন করেছেন এই ক্যাম্পের মাধ্যমে। এর মধ্যে আবেদনে নানা ত্রুটি থাকায় কিছু আবেদন বাদ পড়েছে। যাচাই-বাছাই শেষে ৫৬ হাজার ৩১৮টি আবেদন চূড়ান্ত করা হয়েছে। যাদের আগামী ১ বছরের জন্য মাল্টিপল ভিসা দেওয়া হবে। গত ০৪ই জুন শুরু হয় ভারতীয় ভিসা ক্যাম্প, যা শেষ হয় আজ। এরমধ্যে ১০ই জুন ভিসা ক্যাম্প বন্ধ থাকে। সব মিলিয়ে ১২ দিন চলে এই ভিসা ক্যাম্প ।