
নিউজ ডেস্কঃ রান্না নিয়ে দুই ভাড়াটিয়ার ঝগড়ায় নিক্ষিপ্ত গরম তেলে ঝলসে গেছে মা ও মেয়ে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এই ঘটনায় অভিযুক্ত আমেনা বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে কালিয়াকৈর থানার পুলিশ।
ঝলসে যাওয়া আহতরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার মানিকবেরা এলাকার মাজেদুল ইসলামের স্ত্রী ইসমতারা বেগম (২২) এবং তার তিন বছরের কন্যা মাজেদা আক্তার মায়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আহত ইসমতারা তার স্বামীর সঙ্গে উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ দক্ষিণপাড়া এলাকার শওকত হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এফবি ফুটওয়্যারে চাকরি করেন। একই বাড়িতে ভাড়া থাকেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজনগর এলাকার আসাদ মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৫)।
বৃহস্পতিবার ইফতারের আগে রান্না করা নিয়ে আমেনা ও ইসমতারার সঙ্গে বাকবিতণ্ডা ও ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে আমেনা বেগম উত্তেজিত হয়ে রান্না করা গরম তেল ইসমতারার দিকে ছুঁড়ে মারেন।ওই গরম তেলে ইসমতারা ও তার কোলে থাকা মেয়ে মায়ার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।