News71.com
 Bangladesh
 16 Jun 16, 11:07 PM
 1602           
 0
 16 Jun 16, 11:07 PM

শান্তিরক্ষায় লেবাননের পথে বাংলাদেশ নৌবাহিনীর ১৩৫ সদস্য ।।

শান্তিরক্ষায় লেবাননের পথে বাংলাদেশ নৌবাহিনীর ১৩৫ সদস্য ।।

নিউজ ডেস্কঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৭ (ইউনিফিল) এ যোগ দিতে লেবানন গেছেন বাংলাদেশ নৌবাহিনীর ১৩৫ জন সদস্য। আজ রাত ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের বিশেষ বিমানে তারা চট্টগ্রাম ত্যাগ করেন । বিমানবন্দরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন একেএমএম শেরাফুল্লাহ নৌ সদস্যদের বিদায় জানান। এসময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

বিমানবন্দরে কন্টিনজেন্ট কমান্ডার (ব্যানকন-৭) ক্যাপ্টেন মির্জা মামুনুর রশিদ জানান, ভূমধ্যসাগরে বিগত ৬ বছর বাংলাদেশ নৌবাহিনীর ৬টি টিম সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। আমরা সপ্তম টিম। তিনি জানান, ভূমধ্যসাগরে বিশ্বের ৬টি দেশের ৭টি রণতরী আছে। এর মধ্যে বাংলাদেশের ২টি রণতরী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি সফলভাবে মিশন সম্পন্ন করার জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ২২ই জুন আরও ১৩৫ জন নৌ সদস্য লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে ।

নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ২০১০ সালে নৌবাহিনীর ২টি যুদ্ধজাহাজ ওসমান ও মধুমতি প্রথমবারের মতো লেবাননে শান্তিরক্ষা মিশনে যোগ দেয়। ৪ বছর সফলভাবে দায়িত্ব পালনের পর জাহাজ ২টি দেশে ফিরে আসে। এরপর বিএনএস আলী হায়দার ও নির্মূল জাহাজ ২টি লেবাননে তাদের স্থলাভিষিক্ত হয়। জাহাজ ২টি লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ প্রবেশ বন্ধে কাজ করছে। তাছাড়া লেবাননের জলসীমায় গোয়েন্দা নজরদারি এবং সেদেশের নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণের কাজও করছে মিশনে থাকা বাংলাদেশি নৌ সেনারা ।

লেবাননে শান্তিরক্ষা মিশনে যুদ্ধজাহাজ নিয়ে নৌবাহিনীর সদস্যদের যোগ দেয়ার মধ্য দিয়ে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হবে বলে মনে করছেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন