
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পোস্ট অফিসকে (বিপিও) তার কুরিয়ার ও পার্সেল সার্ভিসের জন্য আরও ১১৮টি যানবাহন দেয়া হবে বলেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে তার বিপিও চেম্বারে আলাপকালে বলেন, 'দ্রুত জনগণের সেবা নিশ্চিত করতে আগামী বছরের এপ্রিল নাগাদ বিপিওর বর্তমান গাড়ি বহরের সঙ্গে এই যানবাহন যুক্ত হবে।
রেল ও লঞ্চের ওপর নির্ভরশীল বিপিও বেসরকারি সেক্টরের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। উল্লেখ করে প্রতিমন্ত্রী তারানা হালিম আরো বলেন, 'আমরা নিজেদের গাড়িতে কুরিয়ার ও পার্সেল পরিবহন শুরু করলে এর দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হবো।' তিনি বলেন, অর্থ বরাদ্দের প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় কাঙ্ক্ষিত সময়ে গাড়ি নামানো যায়নি, তবে ইতোমধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রগতি ইন্ডাস্ট্রির সংগে গাড়ি সরবরাহের ব্যাপারে আলোচনা হয়েছে।তারানা হালিম বিপিও'র আন্ত-সীমান্ত কুরিয়ার ও পার্সেল সার্ভিস চালুর চিন্তা-ভাবনা প্রসঙ্গে বলেন, 'আমরা আমাদের কার্যক্রম কেবল মাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনা, ক্রমান্বয়ে আন্ত-সীমান্ত সার্ভিস চালু পরিকল্পনাও করছি আমরা।' বিপিওকে সেকেলে ব্যবস্থা থেকে বেরিয়ে এসে তার সার্ভিসে বৈচিত্র্য আনার এখনই সঠিক সময়। বিপিওতে তার প্রথম পূর্ণ দিবস অফিস করার সময় তিনি বিপিও কর্মীদের উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান।