
নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবীতে প্যারিস বস্তিতে যেকোন ধরনের স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এছাড়া ওই স্থানে কোন পক্ষকে অবস্থান না করতে বলেছে আদালত। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আগামী ১৩ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বস্তিবাসীর পক্ষে অ্যাডভোকেট তবারক হোসেন ও ব্যারিস্টার উর্মি রহমান শুনানি করেছেন। উল্লেখ্য গত ২৬ মে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্যারিস বস্তি থেকে বস্তিবাসীদের উচ্ছেদ করে দেয়। এরপর বস্তির দখল পুনঃউদ্ধারের জন্য বস্তিবাসীর পক্ষে আশ্রয় সমাজ কল্যাণ সমিতির সভাপতি জুলমত খানসহ ৭ জন হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনে বলেছেন, বস্তিবাসীদের পুনঃবার্সন না করে উচ্ছেদ করা হয়েছে। যা হাইকোর্টের আদেশের লঙ্ঘন করা হয়েছে। শুনানি শেষে হাইকোর্ট পল্লবীর প্যারিস বস্তিতে কোন ধরনের স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বলেন ব্যারিস্টার উর্মি।