News71.com
 Bangladesh
 16 Jun 16, 07:22 PM
 530           
 0
 16 Jun 16, 07:22 PM

এবার পেঁয়াজেও মিলল ফরমালিন ।। কক্সবাজারে ১০০ বস্তা জব্দ করল আদালত ...

এবার পেঁয়াজেও মিলল ফরমালিন ।। কক্সবাজারে ১০০ বস্তা জব্দ করল আদালত ...

নিউজ ডেস্ক: এবার কক্সবাজারে ফরমালিনযুক্ত ১০০ বস্তা পেঁয়াজ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বাজারঘাটা এলাকায় অভিযান চালান। তখন ‘ভাইভাই স্টোর’ নামের একটি দোকানের পেছনে মজুত রাখা ১০০ বস্তা পেঁয়াজে ফরমালিন পাওয়ায় যায় এবং সেগুলোকে জব্দ করা হয়।

ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল বলেন, ভারত থেকে আনা এসব পেঁয়াজে ফরমালিনযুক্ত কেমিক্যাল মেশানো আছে। পেঁয়াজ যেন দ্রুত পচে না যায়, সে জন্য লাল রঙের ক্ষতিকর ওই রাসায়নিক মেশানো হয়। পর্যায়ক্রমে অন্যান্য বাজারেও অভিযান চালানো হবে বলেন তিনি।

দোকানের মালিক আবু তাহের বলেন, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ কিনে তিনি খুচরা বিক্রি করছেন। ফরমালিনযুক্ত কেমিক্যাল মেশানো হলে চট্টগ্রাম কিংবা অন্য কোথাও মেশানো হতে পারে। আমার দোকানে না। কক্সবাজার শহরসহ বিভিন্ন দোকানে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে বলেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন