News71.com
 Bangladesh
 16 Jun 16, 06:17 PM
 465           
 0
 16 Jun 16, 06:17 PM

চার বছরের বিডিএস এখন পাঁচ বছর পড়তে হবে

চার বছরের বিডিএস এখন পাঁচ বছর পড়তে হবে

নিউজ ডেস্কঃ ব্যাচেলর অব ডেন্টাল সার্জারির (বিডিএস) কোর্স কারিকুলাম (পাঠ্যক্রম) পরিবর্তন হচ্ছে। বহু বছর ধরে সরকারি-বেসরকারি উভয় ডেন্টাল কলেজে চার বছরের পাঠ্যক্রম থাকলেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে তা পাঁচ বছর করার প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিডিএসের পাঠ্যক্রম হালনাগাদ করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্দেশে ছয় সদস্যের বিডিএস (স্নাতক) কোর্স কারিকুলাম রিভিউ কমিটি গঠিত হয়েছে। বিদ্যমান পাঠ্যক্রম পর্যালোচনা করাই এই কমিটির মূল কাজ।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.বি.এম মাকসুদুল আলমকে সভাপতি করে গঠিত ছয় সদস্যের রিভিউ কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. ইসমাইল হোসেন খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ডেন্টিস্ট্রি অনুষদের ডিন অধ্যাপক ডা. শামসুল আলম, বিএসএমএমইউ সার্জারি বিভাগের অধ্যাপক ডা. জুলফিকার রহমান, সেন্টার ফর মেডিকেল এডুকেশনের হুমায়ুন খন্দকার ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ও ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবুল কাশেম।

বিএমডিসির রেজিস্ট্রার ডা. জাহেদুল হক বসুনিয়া বলেন, সর্বশেষ ২০০৫ সালে বিডিএস কোর্স কারিকুলাম রিভিউ করা হয়। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ডেন্টাল সেক্টরকে এগিয়ে নিতে যুগোপযোগী কোর্স কারিকুলাম তৈরির লক্ষ্যে রিভিউ কমিটি কাজ করবে বলে তিনি জানান।

কেন এই পরিবর্তন- এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ও কোর্স কারিকুলাম রিভিউ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কাশেম সংবাদ মাধ্যমকে বলেন, ডেন্টাল শিক্ষাকে যুগোপযোগী করে তুলতে কোর্স কারিকুলাম হালনাগাদ করা এখন সময়ের দাবি।

তিনি বলেন, প্রতিবেশি দেশ ভারত ছাড়াও ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বহু দেশে বিডিএস আন্ডারগ্র্যাজুয়েট কোর্স পাঁচ বছরের। এ অঞ্চলে পাকিস্তানে ১৯৬১ সালে প্রথম বিডিএস কোর্স চালু হয়। তারাও এখন বিডিএস কোর্স পাঁচ বছর করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন