
নিউজ ডেস্কঃ দেশব্যাপী সাঁড়াষি অভিযানে জঙ্গি ও সন্ত্রাসী গ্রেপ্তারের নামে সরকার বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে এমন অভিযোগ এনে এই সাঁরাশি অভিযানের প্রতিবাদে আগামী শনিবার (১৮ জুন) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। আর ঢাকায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি।