News71.com
 Bangladesh
 16 Jun 16, 06:04 PM
 568           
 0
 16 Jun 16, 06:04 PM

চলতি বছরেই সাগরের মৎস্য সম্পদ জরিপ শুরু।।

চলতি বছরেই সাগরের মৎস্য সম্পদ জরিপ শুরু।।

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানার মধ্যে মৎস্য সম্পদ জরিপের কাজ আগামী নভেম্বর মাস থেকে শুরু করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী ছায়েদুল হক। আজ বৃহস্পতিবার (১৬ জুন) সংসদে নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

ছায়েদুল হক বলেন, এই জরিপ কাজের জন্য ‘আর ভি মিন সন্ধানী’ নামের একটি আধুনিক প্রযুক্তির গবেষণা ও জরিপ জাহাজ ৯ জুন মালয়েশিয়া থেকে চট্টগ্রাম পৌঁছেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, নভেম্বরে সাগরের আবহাওয়া অনুকূল থাকবে। সে সময়ে বাংলাদেশের সমুদ্র সীমানায় ভাসমান ও তলদেশে কী পরিমাণ মাছ রয়েছে, সে বিষয়ে জরিপ চালানো হবে। এ কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, ১৯৭৩ সালে রাশিয়ার ট্রলারের মাধ্যমে সমুদ্রে ভাসমান ও তলদেশে মজুদ মাছের পরিমাণ জানতে জরিপ চালানো হয়েছিল। এরপর আর কোনো জরিপ হয়নি।

সংসদ সদস্য সফুরা বেগমের প্রশ্নে মন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ৫৯৯ মিলিয়ন মার্কিন ডলারের ৮৩ হাজার ৫২৪ টন মাছ ও মাছজাতীয় পণ্য রফতানি করেছে। এর মধ্যে হিমায়িত চিংড়ি ৪৪ হাজার ২৭৮ টন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন