
নিউজ ডেস্ক: শেরপুরে ৮০০ পিস ইয়াবাসহ মো. মিনহাজ উদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার মুন্সিরচর বাজারের ঈদগাহ মাঠের পূর্বপাশের একটি খোলা মাঠে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিনহাজ উদ্দিন জামালপুরের মেলান্দহ উপজেলার রায়ের বাকাই গ্রামের গফুর মণ্ডলের ছেলে। আজ বৃহস্পতিবার ভোরে তাকে মাদক আইনে মামলা দিয়ে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, শেরপুর সদর থানার মুন্সিরচর বাজারে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় মুন্সিরচর বাজারের ঈদগাহ মাঠের পূর্বপাশে মেসার্স তৌরিদ এন্টারপ্রাইজের পেছনে ফাঁকা জায়গায় ইয়াবা বিক্রির সময় ৮০০ পিস ইয়াবাসহ মিনহাজকে গ্রেপ্তার করা হয়। র্যাব কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনহাজ উদ্দিন ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন। পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।