News71.com
 Bangladesh
 16 Jun 16, 01:28 AM
 510           
 0
 16 Jun 16, 01:28 AM

২৭০ কোটি টাকা আত্মসাতের আভিযোগে অগ্রণী ব্যাংকের এমডিসহ ১৭ জনকে দুদকে তলব ।।

২৭০ কোটি টাকা আত্মসাতের আভিযোগে অগ্রণী ব্যাংকের এমডিসহ ১৭ জনকে দুদকে তলব ।।

নিউজ ডেস্কঃ অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পরিচালনা পর্ষদের সাবেক সদস্য এবং অডিট কমিটির কর্মকর্তাসহ ১৭ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ তাদেরকে তলবি নোটিস দেয় দুদকের উপ-পরিচালক মো. বেনজীর আহম্মেদের নেতৃত্বাধীন অনুসন্ধান টিম ।

 

জাল কাগজপত্র বন্ধক রেখে ২৭০ কোটি টাকা ঋণ দেয়ার ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে তাদের তলব করা হয়। নোটিস অনুযায়ী, তাদেরকে আগামী ২০ থেকে ২২শে জুন পৃথক সময়ে দুদক কার্যালয়ের হাজির হতে হবে। যাদের তলব করা হয়েছে তারা হলেন- অগ্রণী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. সৈয়দ আবদুল হামিদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. মিজানুর রহমান, পরিচালান পর্ষদের সদস্য শাহজাদা মহিউদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান আরাস্তু খান, সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, সাবেক পরিচালক কামরুল ইসলাম, নাগিবুল ইসলাম দীপু, শেখর দত্ত, জাকির আহমেদ, বলরাম পোদ্দার, আলতাফ হোসেন মোল্লা, ফজলুল হক লাবিল, একেএম গোলাম কিবরিয়া, অধ্যাপক ড. মো. আব্দুর রউফ, রণজিৎ কুমার চক্রবর্তী, আবু জহিরউদ্দিন চৌধুরী সুফিয়ান এবং সৈয়দ বজলুল করিম বিপিএম ।

 

দুদক সূত্র জানায়, মুন গ্রুপের মালিক মো. মিজানুর রহমান তার মালিকানাধীন ৩টি প্রতিষ্ঠানের বিপরীতে ২৭০ কোটি টাকা ঋণ নেন। এগুলো হচ্ছে, মেসার্স মুন ইন্টারন্যাশনাল প্রেন্টিং প্রেস, মেসার্স মুন বাংলাদেশ লিমিটেড ও মেসার্স এম এ ট্রেডিং। বিপরীতে তিনি যে ৮১০ কোটি টাকার সম্পত্তি জামানত রেখেছেন সেগুলো ভুয়া ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন