
নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে ইউনিয়ন নির্বাচনে ভোট না দেওয়ার অপরাধে জহর উদ্দিন নামের একটি পরিবারকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ১১দিন পার হলেও নির্যাতিত পরিবারটি তাদের নিজের বাড়িতে উঠতে পারছে না।
নির্বাচনের পরদিন থেকে মারপিটের শিকার আহত পরিবারটি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভোট না দেওয়া প্রার্থীর লোকজনের হুমকিতে নিরাপত্তার কারণে হাসপাতাল ছেড়ে বাড়িতেও যেতে পারছে না পরিবারটি।
আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জহর উদ্দিনের পরিবারটি ওই সব অভিযোগ করেন। অভিযোগে জানা গেছে, গত ৪ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রৌমারী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পদের মেম্বার প্রার্থী ইব্রাহিম খলিল বিজয়ী হয়ে, ভোট না দেওয়ার অভিযোগ তোলেন দুবলাবাড়ি গ্রামের জহর উদ্দিনের পরিবারের বিরুদ্ধে।
ভোটের পরদিন ওই মেম্বার প্রার্থীর স্বজন মাসউদ আহমেদ ও আহমদ উল্লাহর নির্দেশে ১০/১২ জনের একটি দল বাড়ি থেকে তুলে আনে জহর উদ্দিন, তার স্ত্রী ও সন্তানকে। পরে হাসনাবাদ ইসলামীয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষে তাদের আটকে রেখে অমানুষিক নির্যাতনের পর গ্রাম থেকে জহর উদ্দিনের পরিবারকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে পরিবারটি হাসপাতালে চিকিৎসার পাশাপাশি অবস্থান করছে।
হাসপাতালে জহর উদ্দিন বলেন, ‘থানায় অভিযোগ দিছি পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, মামলাও করেনি। ওসি স্যার হাসপাতালে দেখপার আইসা কইছে চিকিৎসা শেষে তোমরা বাড়ি যাও কেউ কিছু বলব না। এদিকে গ্রাম থিকা খবর আইছে বাড়িতে উঠলে তোর ছেলে বউসহ তিনজনকে খুন করে ভারত সীমান্তে ফেলে রাখা হবে।’