
নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ই জুন থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। আর ফিরতি টিকেট পাওয়া যাবে ৪ই জুলাই থেকে । আজ দুপুরে রাজধানীর রেল ভবনে এক সম্মেলনে রেলপথ মন্ত্রী মুজিবুল হক এসব কথা জানান। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে ঈদের এ অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ।