News71.com
 Bangladesh
 03 Jul 20, 10:48 PM
 270           
 0
 03 Jul 20, 10:48 PM

ইজিবাইক থেকে ছিটকে নদীতে ৩ শিশু॥ নিখোঁজ ২

ইজিবাইক থেকে ছিটকে নদীতে ৩ শিশু॥ নিখোঁজ ২

নিউজ ডেস্কঃ নীলফামারীর ডোমার উপজেলার ব্যাটারিচালিত ইজিবাইক থেকে ছিটকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে আপন দুই ভাইবোন। এসময় দুর্ঘটনাস্থল থেকে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার গোমনাতী-আমবাড়ি সড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এলাকাবাসীসহ ডোমার ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় ডুবুরি দল নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনাস্থলে ভীড় করছেন হাজার হাজার মানুষ।জানা যায়, উপজেলার জোড়াবাড়ি গ্রামের মজিবর রহমানের স্ত্রী রওশনারা বেগম (৫৫) তার ছোট মেয়ের দুই সন্তান লিপু (১০) ও নূরে জান্নাত মনিসহ (৫) বড় মেয়ের বাড়ি গোমনাতীতে বেড়াতে যান। এরপর শুক্রবার বড় মেয়ের ৬ বছরের ছেলে মনোয়ার হোসেনসহ ব্যাটারিচালিত ইজিবাইকে করে জোড়াবাড়ি গ্রামে ফিরছিলেন রওশনারা। পথে ওই ব্রিজের ভাঙা অংশে ইজিবাইকটির চাকা পড়ে গেলে ইজিবাইকটি একদিকে হেলে যায়। এতে ইজিবাইকে থাকা তিন শিশু নদীতে পড়ে যায়।এসময়, রওশনারা বেগমও নদীতে ঝাঁপিয়ে পড়েন তাদের উদ্ধারে। তবে, তিনি তার বড় মেয়ের ছেলে মনোয়ার হোসেনকে উদ্ধার করতে পারলেও ছোট মেয়ের দুই সন্তানকে খুঁজে পাননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন