নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আব্দুলস্নাহপুর ইউনিয়নের জেলে পাড়া এলাকায় ভারতীয় ওষুধ, বিভিন্ন প্রকার নকল অ্যান্টিবায়েটিক, সরকারি হাসপাতালের বিনামূল্যে দেওয়া ওষুধসহ ২জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মাহবুব হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জেলে পাড়া এলাকার বিসমিল্লাহ স্টোর নামক মুদি দোকান থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি নকল ওষুধ জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক রিপন বেপারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। রিপন জেলে পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। একই সময় পাশে থাকা রোজা ড্রাগ হাউজ নামক ফার্মেসিতে সরকারি হাসপাতালের বিপুল পরিমাণ ওষুধ পাই ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিক ফার্মেসির মালিক ওমর সানীকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ২ জনকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করার পর ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ এই মুদি দোকানি রিপন দীর্ঘ ১০ বছর ধরে মুদি ব্যবসার আড়ালে নকল ওষুধের ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ওষুধ কিনে মজুদ করে উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকানগুলোতে সরবরাহ করতেন।