News71.com
 Bangladesh
 27 Feb 20, 07:13 PM
 225           
 0
 27 Feb 20, 07:13 PM

আটকে গেল ৫ হাজার হজযাত্রীর ওমরাহ যাওয়া॥

আটকে গেল ৫ হাজার হজযাত্রীর ওমরাহ যাওয়া॥

নিউজ ডেস্কঃ সৌদি সরকার ওমরাহ এর ভিসা বন্ধ রাখায় ৫ হাজার হজযাত্রী ওমরাহ-এ যেতে পারছেন না।তাদের টিকিটের ৯ কোটি টাকা ফেরতের বিষয়ে এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা করা হবে বলে জানান হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)। তবে হোটেল ও ভিসার টাকা মিলে ৩০ কোটি টাকা, যা ফেরত পাওয়া যাবে না বলেও জানানো হয়। হাব সভাপতি বলেন, অপাতত মনে হচ্ছে, ভিসা নতুন করে হবে না। এবং যাদের ভিসা করা আছে, তারাও যেতে পারবেন না। প্রায় ৫ হাজার টিকিট কাটা আছে, যেটার ফেরত দেয়া হবে না। তিনি বলেন, আমাদের যে ভিসা আছে, তার মূল্য প্রায় ২০ কোটি টাকা। সব মিলিয়ে ৪০ থেকে ৫০ কোটি টাকা এখন লোকসান হবে। আমরা অফিসায়লি এয়ারলাইন্সগুলির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো। যাতে এই টাকা গুলো ফেরত দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন