News71.com
 Bangladesh
 27 Feb 20, 12:09 PM
 822           
 0
 27 Feb 20, 12:09 PM

কি‌শোরগ‌ঞ্জে ভু‌ল সিগনালে মু‌খোমুখি দুই ট্রেন ॥ অল্পের জন্য রক্ষা

কি‌শোরগ‌ঞ্জে ভু‌ল সিগনালে মু‌খোমুখি দুই ট্রেন ॥ অল্পের জন্য রক্ষা

নিউজ ডেস্কঃ কি‌শোরগ‌ঞ্জের ক‌টিয়াদী উপ‌জেলার মা‌নিখালী রেল‌স্টেশ‌নে সিগন্যাল ভুল ক‌রে একই লাইনে দু'‌টি যাত্রীবাহী ট্রেন মু‌খোমু‌খি হওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। ত‌বে এতে অল্পের জন্য বড় ধর‌নের দুর্ঘটনা থে‌কে রক্ষা পে‌য়ে‌ছে ট্রে‌নের যাত্রীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রা‌ত সা‌ড়ে ১০টার দি‌কে কি‌শোরগঞ্জ-ভৈরব রু‌টের মা‌নিকখালী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘ‌টে। ‌কি‌শোরগঞ্জ জিআর‌পি থানার ওসি মো. আব্দুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, ময়মন‌সিংহ থে‌কে ঢাকা গামী ২৪৪ ডাউন লোকাল ট্রেনটি মা‌নিকখালী স্টেশ‌নের ২ নং লাইনে দা‌ড়ি‌য়ে ছিল। ঢাকা থে‌কে কি‌শোরগ‌ঞ্জের উদ্যেশে ছে‌ড়ে আসা ৭৪৯ এগার‌সিন্ধুর গোধূ‌লি ট্রেন‌কে একই লাইনে প্র‌বে‌শের সিগন্যাল দেন লাইনম্যানো আসাদ। স্টেশ‌নে প্র‌বে‌শের সময় একই লাই‌নে আরেকটি ট্রেন দাড়া‌নো দেখে এগার‌সিন্ধুর ট্রে‌নের চালক প্রায় কাছাকা‌ছি অবস্থায় ট্রেন থামা‌তে সক্ষম হন। এ সময় দুই ট্রে‌নের যাত্রীরা ভ‌য়ে চিৎকার শুরু ক‌রেন। অব‌শে‌ষে নির্ধা‌রিত সম‌য়ের এক ঘণ্টা পর গন্ত‌ব্যে ছে‌ড়ে যায় দু'‌টি ট্রেন। লাইনম্যা‌নের ভুল সিগন্যা‌লে এ ঘটনা ঘ‌টে ব‌লে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন