News71.com
 Bangladesh
 25 Feb 20, 10:09 PM
 49           
 0
 25 Feb 20, 10:09 PM

সময়মতো হাসপাতালে গিয়ে ১৪ দিনেই ভালো হচ্ছে করোনা রোগী॥আইইডিসিআর

সময়মতো হাসপাতালে গিয়ে ১৪ দিনেই ভালো হচ্ছে করোনা রোগী॥আইইডিসিআর

নিউজ ডেস্কঃ বৈশ্বিক পরিস্থিতি বলছে হাসপাতালে সময়মতো ভর্তি হলে ১৪ দিনেই ভালো হচ্ছেন করোনা রোগীরা, এমনটাই জানিয়েছেন আইইডিসিআর। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে রোগতত্ত্ব রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর নিয়মিত ব্রিফিং এ কথা বলছেন সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সংস্থাটির পরিচালক জানান, দেশে এ পর্যন্ত ৭৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে কিন্তু কারোরই করোনা সংক্রমণের প্রমাণ মেলেনি। এক প্রশ্নের জবাবে মীরজাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে তিনি জানান, যেখান থেকে এই সংক্রমণের উৎপত্তি সেই চীনের উহানে মৃতের শতকরা হার দুই থেকে চার ভাগ। যা চীনের বাইরে এক শতাংশরও নিচে। সংখ্যার হিসেবে যা শূন্য দশমিক সাত ভাগ।

তিনি জানান, গতকাল দক্ষিণ কোরিয়া থেকে জ্বর নিয়ে আসা একজন কোরিয়া নাগরিককে কুর্মিটোলা হাসপাতালে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হবে। ব্রিফিং-এ আরো জানানো হয়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বে সর্বমোট রোগীর সংখ্যা ৭৯ হাজার ৩৩১ জন। এরমধ্যে শুধু চীনেই আক্রান্ত ৭৭ হাজার ২৬২ জন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ৫৯৫। যার মধ্যে উহানবাসীর সংখ্যাই সর্বাধিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে আইইডিসিআর বলছে, বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত দেশের সংখ্যা ২৯টি। এই তালিকায় সবশেষ যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। সিঙ্গাপুরে ৫ ও সংযুক্ত আরব আমিরাতে ১ জনসহ মোট ৬ বাংলাদেশী এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের অবস্থা অপরিবর্তিত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন