News71.com
 Bangladesh
 21 Feb 20, 06:35 PM
 1070           
 0
 21 Feb 20, 06:35 PM

ঠাকুরগাঁওএ ইউএনওর আচরণে ক্ষুব্ধ হয়ে শহীদ মিনারে ফুল দিলেন না মুক্তিযোদ্ধারা॥

ঠাকুরগাঁওএ ইউএনওর আচরণে ক্ষুব্ধ হয়ে শহীদ মিনারে ফুল দিলেন না মুক্তিযোদ্ধারা॥

নিউজ ডেস্কঃ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আচরণে ক্ষুব্ধ হয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে গিয়েও ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন না মুক্তিযোদ্ধারা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মুক্তিযোদ্ধার সন্তানরাও। বৃহস্পতিবার রাত ১২টায় বালিয়াডাঙ্গী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধাদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে স্থানীয় প্রশাসনের পর মুক্তিযোদ্ধারা প্রতিটি দিবসে শহীদ মিনার এবং স্মৃতি ফলকে ফুলেল শ্রদ্ধা জানিয়ে আসছে। কিন্তু এবারে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন নতুন নিয়ম চালু করেছেন। আমরা প্রতিবার যেভাবে ফুল দিয়ে আসছি সেভাবেই দেব, এটা সব মুক্তিযোদ্ধার দাবি।কিন্ত নতুন নির্বাহী অফিসার বিগত বছরগুলোর প্রথা ভেঙ্গে নতুন নিয়ম তৈরি করে শহীদ মিনারে ফুল দিতে বলেন। নির্বাহী অফিসারের নির্দেশ হলো উপজেলা প্রশাসন প্রথমে শ্রদ্ধা জানাবেন। পরে পুলিশ তার পর মুক্তিযোদ্ধারা। অথচ মুক্তিযোদ্ধারা বিগত বছরগুলোতে প্রশাসনের পর পরই ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন। নির্বাহী অফিসারের এমন ঘোষণার পর মুক্তিযোদ্ধারা শহীদ মিনার ত্যাগ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডা কার্যালয়ে চলে আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন