News71.com
 Bangladesh
 20 Feb 20, 09:33 PM
 121           
 0
 20 Feb 20, 09:33 PM

অর্থ পাচারকারীদের সরকার ধরে না কেন॥ প্রশ্ন ড. কামালের

অর্থ পাচারকারীদের সরকার ধরে না কেন॥ প্রশ্ন ড. কামালের

নিউজ ডেস্কঃ জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। কেন পাচার হচ্ছে এতো এতো টাকা? কার বাবার সম্পত্তি তোমরা পাচার করছো? সরকার তাদের ধরে না কেন? সরকার কীভাবে এর কৈফিয়ত দেবে? তাদের বলা হয় না কেন- কোথায় থেকে তোমরা এ ক্ষমতাটা পেলে? আসলে যারা জোর করে ক্ষমতা দখল করে, তাদের লক্ষ্য লুটপাট করা, টাকা পাচার করা। তারা রাষ্ট্রের মালিক নয়। জনগণ এ রাষ্ট্রের মালিক। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে বৃহস্পতিবার গণফোরাম আয়োজিত ‘একুশ মানে অধিকার আদায়ের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়ীদ, সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন